নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিবেশীর বিয়ে বাড়ির রান্নার চুলা থেকে আগুন লেগে মো. ইদ্রিস মিয়ার বসত ঘরের মালামাল ও গোয়াল ঘরে থাকা তিনটি ছাগল পুরে মারা গেছে ও দুটি গরু পুড়ে গেছে। এ ঘটনায় তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইদ্রিস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সোহাগউজ্জামান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছে।
ভুক্তভোগী ও স্থানের সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইদ্রিস মিয়ার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। পরে বিয়ে বাড়ির রান্না চলাকালে চুলার আগুন থেকে ইদ্রিস মিয়ার বাড়ির উঠানে ও রাস্তায় কলাই শুকাতে দিয়েছিল। পরে রাস্তা থেকে আগুন লেগে বাড়ির বসত ঘর ও গোয়াল ঘরে আগুন লেগে যায়। এতে তিনটি ছাগল ও দুটি গরু পুড়ে যায়।। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ইদ্রিস মিয়া বলেন, আমার যা ছিল সব শেষ, আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব আমি পথে বসেছি। আমি দিনমজুর আমার এক ইঞ্চি জমি নাই, পরের জমি চাষ করি আর সংসার চালাই।আগুন আমার সব কেড়ে নিয়েছে। আমি বিপদে সাহায্য সহযোগিতা কামনা করছি। সাহায্য না পেলে আমার সংসার চালানো সম্ভব নয়।
এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সোহাগউজ্জামান বার্তা বাজারকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি ছাগল পুরো মারা গেছে ও দুটি গরু জীবিত পুড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বার্তাবাজার/এস এইচ