নড়াইল সদর হাসপাতালে ভর্তি এক গৃহবধূর অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে জবাই করে হত্যা করার চেষ্টা। সূত্রে জানা যায়,স্বামীকে সমিতির থেকে ঋণ তুলে দিতে রাজি না হওয়ার। এ ঘটনা ঘটিয়েছে তার স্বামী ভ্যান চালক ইয়াসি মুন্সি।

মঙ্গলবার (১৮ মার্চ) নড়াইলের সীমান্তবর্তী মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামে সকালে এই ঘটনা ঘটেছে। শেফলী বেগম নামের ওই নারীকে তার স্বজনরা চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।

নির্যাতিতার শেফালী বেগমের স্বজনরা জানান, স্থানীয় একটি অর্থলগ্নিকারি সমিতি থেকে ১লক্ষ টাকা পূর্বের ঋণ থাকা সত্বেও শেফালী বেগম এর স্বামী ইয়াসিন মুন্সি আবারো শেফালীকে সমিতি থেকে ঋণ এনে দিতে বলে ও চাপ সৃষ্টি করে। এই নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছিলো স্বামী- স্ত্রীর মধ্যে। এর জেরে মঙ্গলবার সকালে স্বামী ইয়াসিন শেফালিকে চেয়ার থেকে ফেলে ঘরের মেঝেতে গলায় ছুরি চালায়। এসসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা চলে আসেন। পরে স্বজনরা আহত শেফালীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। নড়াইল সদর হাসপাতালের সহকারী সার্জন ডা: সোহেলী জামান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে শেফালী বেগমকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শেফালীর স্বামী ইয়াসি মুন্সি এর সাথে যোগাযোগ করলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মাগুরা জেলার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তাবাজার/এস এইচ