কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় দুটি রাইস মিলকে অতিরিক্ত ধান মজুত ও চালের বস্তায় ওজন কম দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীলের নেতৃত্বে কৃষি বিপণন ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযান শেষে পার্থ প্রতিম শীল জানান, খাজানগরের পলাশ রাইস মিলের লাইসেন্স অনুযায়ী যে পরিমাণ মজুত করার অনুমতি রয়েছে, তার চেয়ে বেশি ধান মজুত করা হয়েছে। বিধান অনুযায়ী, মিলটি তিন দিনের মধ্যে অতিরিক্ত মজুত করা ধান ডিসপোজাল করতে নির্দেশনা পেয়েছে। একই সঙ্গে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, অভিযানে অন্যান্য মিলগুলোর উৎপাদনের তারিখ ও নিট ওজন বস্তার গায়ে লেখা না থাকার বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। এসব মিলকে লিগ্যাল নোটিশ দেওয়ার পাশাপাশি তাদেরও সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

 

বার্তাবাজার/এস এইচ