লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শুন্য রেখার কাছে বেড়া নির্মাণ করতে এসে বিজিবির বাধায় ফেরত গেছে বিএসএফের সদস্যরা।

মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে লালমনিরহাট এর পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় ২২,২৩, ২৪ ২৫ নং পিলার সংলগ্ন এলাকায় শুন্য রেখা থেকে ৩ ফুট দুরত্বে বেড়া নির্মানের চেস্টা করে বিএসএফের সদস্যরা। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত গিয়ে কাজ বন্ধ করে দেয়। বিজিবির বাধা পেয়ে তারা দ্রুত সেখান থেকে মালামাল নিয় চলে যায়। বিজিবির এমন তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা। তারা আরো জানান বিএসএফ সদস্যরা প্রায়ই শুন্য রেখার কাছেই বেড়া নির্মান কাজ চালায় এতে আমরা জমিতে কাজ করতে গিয়ে আতঙ্কের মধ্যে থাকি।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

 

বার্তাবাজার/এস এইচ