একটি স্থায়ী একাডেমিক ভবনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।

আজ (১৭ মার্চ) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট যাত্রা শুরু করে৷ মোট ৭টি শিক্ষাবর্ষের ক্লাস করার জন্য ইন্সটিটিউটে মাত্র ২টি শ্রেণিকক্ষ আছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া শিক্ষকদের জন্য মাত্র ১ টি কক্ষ বরাদ্দ আছে। একটি বর্ষের পরীক্ষা চলমান থাকলে অন্য বিভাগগুলোর ড্রেণি কার্যক্রম বন্ধ রাখতে হয়।

অবস্থান কর্মসূচীতে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে প্রক্টরের অনুরোধে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়। অবস্থান কর্মসূচি চলাকালে ইনস্টিটিউটের ৫২ ব্যাচের শিক্ষার্থী ফরিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও পরে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

এ বিষয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ছাত্র সংসদের ভিপি সোহেল রানা বলেন, আমাদের ইন্সটিটিউটের একই সাথে ৮ টা বর্ষের ক্লাস চলমান। মাত্র ২ টি ক্লাসরুম জরাজীর্ণ অবস্থায় আছে। একটা ব্যাচের ক্লাস-পরীক্ষা থাকলে অন্য বিভাগ বসে থাকতে হয়। আমরা প্রশাসনের কাছে এ দাবিতে বারবার এসেছি, চিঠির মাধ্যমে স্মারকলিপির মাধ্যমে দাবী জানিয়েছি। তারা আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছেন। এত বছর পরও স্থায়ী একটা ঠিকানা আমরা পাইনি। গতকালও আমরা এসে অবহিত করে গেছি। আজকের সিন্ডিকেট মিটিং থেকেই আমরা একটি স্থায়ী সমাধান চাই।

ইন্সটিটিউটের ৫০ ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমাদের ইনস্টিটিউটের ক্লাসরুম সমস্যার সমাধান হয়নি। নতুন ভবন জায়গা বরাদ্দ দিতে যেহেতু লম্বা সময়ের প্রয়োজন, সাময়িক সময়ের জন্য পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাবটি সংস্কার করে আমাদের ব্যবহার করতে দেয়া হোক। আমাদের শিক্ষকরা নিজেরাও এটার ভুক্তভোগী। তাদের জন্য বসার জায়গা নেই, ওয়াশরুম নেই। আমরা এ সংকটের দ্রুত সমাধান চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ইনস্টিটিউটটির ক্লাসরুম বরাদ্দের জন্য কলা অনুষদের ডিনের সাথে আলোচনায় বসে সমাধান করতে হবে। কলা অনুষদের নতুন যে সম্প্রসারিত ভবনটি হচ্ছে সেখানে একটা ব্যবস্থা হতে পারে। আগামীকাল পিডিও, পরিবেশ বিজ্ঞান বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একটা মিটিং আছে। সেখানে আমরা সমাধানের ব্যাপারে আলোচনা করব।

 

বার্তাবাজার/এস এইচ