শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শহীদ নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়াসহ গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতায় কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। ইফতারপূর্ব আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিগত সরকারের সময়ে আমরা এভাবে ইফতারের আয়োজন করতে পারিনি। ধর্মীয় সভা-সমাবেশেও বাঁধা দেওয়া হয়েছে। পতিত স্বৈরাচার সরকার মানুষের সবকিছু কেড়ে নিয়েছিল। আগামী দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন মাথা চাড়া না দিতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, একটি দল ধর্ম ব্যবহার করে গ্রাম-গঞ্জের মা-বোনদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ধর্ম আর রাজনীতি তারা গুলিয়ে ফেলেছে। দেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন নিয়ে টালবাহানা করছে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় দেশের মানুষ আপনাদেরও ফ্যাসিস্ট বলবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।

 

বার্তাবাজার/এস এইচ