বগুড়ার সোনাতলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও তার স্বজনদের বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার পেতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

তার অভিযোগ, বাড়ির সামনে চরপাড়া-হুয়াকুয়া সড়কের পূর্ব পাশে প্রায় পাঁচ শতক জমিতে মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট শুরু করেন। একই গ্রামের তোতা তরফদারের ছেলে জোড়গাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন হাসান লিমন ও মৃত আবদুল খালেকের ছেলে শ্যামল মিয়া এতে বাধা দেন। এ ছাড়া তিনি ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তুহিন হাসান লিমন তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে বলেন, ‘আমার পুরো পরিবার বিএনপির রাজনীতি করেন। সাবেক সরকারের সময় পরিস্থিতির কারণে ছাত্রলীগে গিয়েছিলাম। সেই কমিটি এখন আর নেই।’

তিনি আরও জানান, জমিটি তাদের বাপ-দাদার। আদালতে স্থিতাবস্থা থাকা ধান লাগানো জমিতে মসজিদ নির্মাণের চেষ্টা করা হচ্ছে। গ্রামবাসীরা দুপক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বললে তার দাদির ভাই মোজাম্মেল হক উপস্থিত হননি। অথচ অন্যায়ভাবে পরিবারের ছোটদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। থানা পুলিশে অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী বলেন, ‘অভিযোগের কপি হাতে পেলে তদন্তসাপেক্ষে মসজিদ নির্মাণে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

বার্তাবাজার/এস এইচ