বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরের পর যেমন ভুয়া মুক্তিযোদ্ধারা আত্মপ্রকাশ করেছিল, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরও অনেকে ভুয়া আগষ্টধারী সেজেছে। তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নিতে হবে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি। ষড়যন্ত্র করেও বিএনপিকে শেষ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদেরই নেতৃত্বে আসতে হবে।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী, কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা প্রমুখ। জেলা বিএনপির ১৮টি সাংগঠনিক ইউনিটের প্রতিনিধি সভায় অংশ নেন।

 

বার্তাবাজার/এস এইচ