গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অবিশ্বাস্য হলেও সত্যি, এরপর প্রায় ১০ মাস মাঠের বাইরে ছিলেন ফুটবলাররা। অবশেষে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন করল বাংলাদেশ। তবে ঘরের মাঠে ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে বসল স্বাগতিকরা। এতে ফেরার ম্যাচ জয়ে রাঙাতে পারল না সাবিনা খাতুন-সানজিদা খাতুনরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। এই গোলে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নেপালের সাবিত্রা ভান্ডারীর গোলে শেষ পর্যন্ত ১-১ এর ড্রয়ে বাংলাদেশের জয়ভঙ্গ হয়।
বিস্তারিত আসছে…
বার্তা বাজার/জে আই