তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারীতে অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়।যার কারণে নীলফামারীর ১৫টি চর গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে এ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানান পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা।

তিনি জানান, দুপুর ১২টা নাগাদ তা কিছুটা কমে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩টার দিকে ফের বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি বিপৎসীমা অতিক্রম করায় তিস্তা বেষ্টিত নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ১৫টি চর গ্রামের প্লাবিত হয়েছে।

পরিস্থিতি স্বভাবিক রাখতে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে বলে জানান এ নির্বাহী প্রকৌশলী।

পানি উন্নয়ন বোর্ডের ডামলিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানে ঢল আর ভারী বৃষ্টিপাতে বুধবার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে তিস্তার পানি। যা বৃহস্পতিবার সকাল ৬টায় বিপৎসীমা অতিক্রম করে সকাল ৯টা পর্যন্ত বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

কেন্দ্র থেকে আরও বলা হয়, গেল ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ দিকে, ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, বুধবার রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। ফলে ইউনিয়নের পূর্বছাতনাই এবং ঝাড়সিংহেশ্বর গ্রামে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বার্তা বাজার/জে আই