পাবনায় নিষিদ্ধ কিটনাশক উৎপাদন ও প্রতারনার অভিযোগে একটি কারখানাকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা অফিস।

বুধবার (১২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা বিসিক শিল্প নগরিতে অবস্থিত লিমন এগ্রো নামের একটি কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় ওই কারখানায় নিষিদ্ধ কার্বোফুরান কিটনাশক উৎপাদন ও উৎপাদিত পণ্যে অন্য স্থানের ঠিকানা ব্যবহার করায় ওই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানাটি সীলগালা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার খালেদীন আনামসহ অনেকে।

বার্তাবাজার/রাহা