দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বাড়ি থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুজন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। আটক করা হয়েছে চুরি যাওয়া প্রায় ৭ লাখ টাকা মূল্যের গরু।
বুধবার ভোরবেলা পৌর এলাকার নুরজাহানপুর-রাজবাড়ী এলাকায় এই ঘটে। পরে তাৎক্ষণিক স্থানীয়রা চুরির কাজে ব্যবহারিত একটি ট্রাক সহ ওই দুই চোরকে থানা পুলিশের হাতে তুলে নেয়।
এ ঘটনায় গরুর মালিক লেবু মিয়ার ছেলে তানজিদ মিয়া বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। মামলায় অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বড় দিঘীরপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে সাজেদুল ইসলাম সবুজ (২২) এবং মাল্লা গ্রামের কুদ্দুস আমিনের ছেরে ওয়েছকুরুনী (২০)।
গরুর মালিক লেবু মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, আজ (বুধবার) ভোরবেলা চোরদল বাড়ির মূল গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং তাদের দুটি শোবার ঘরে বাহির থেকে তালা মেরে দেয়। এরপর সংঘবদ্ধ চোরদল গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু বাহিরে বের করে। এসময় লেবু মিয়ার ছোট ছেলে শব্দ শুনে বাহিরে বের হয়ে দেখে গোয়াল ঘরে একটি গরুও নেই। তখন সে চিৎকার করলে বাড়ির এবং আশপাশের সবাই ঘুম থেকে জেগে উঠে।
পরে স্থানীয়রা সহ খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি থেকে ৪০০ মিটার দুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানা মোড় (ক্ষেতাবমোড়) থেকে চুরির কাজে ব্যবহারিত একটি ট্রাক ও দুজন চোরকে আটক করে। পরে আটক চোরদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের বিভিন্ন বাগান থেকে চুরি যাওয়া পাঁচটি গরু উদ্ধার করে স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ আটককৃতদেরকে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গরু গুলো চুরি করে ট্রাকের তোলার আগে স্থানীয়রা চোরদলের দুজনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের সাথে জড়িত আরো কয়েকজনের নাম আমাদেরকে জানিয়েছে। গ্রেপ্তার আসামীদেরকে বৃহস্পতিবার দিনাজপুরের আদালতে পাঠানো হবে। গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরদলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিদেরও গ্রেপ্তারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং উদ্ধার হওয়া গরু এবং জব্দ করা ট্রাকের বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/জে আই