রাজধানীতে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ চলছে। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে অংশ নিয়েছেন দু’দলের নেতাকর্মী ও সমর্থকরা। বুধবার (১২ জুলাই) সকাল থেকে ঢাকার আকাশ রোদ ঝলমলে থাকলেও বেলা বাড়ার পর মেঘের ঘনঘটা লক্ষ্য করা যায়। দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি, যা এখনও থেমে থেমে চলছে।

এদিন দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সমাবেশ থেকেই সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। নেতাকর্মীরা বৃষ্টির মধ্যেই সমাবেশস্থলে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনছেন।

অন্যদিকে বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন। ইতোমধ্যে তাদের অনেকেই বক্তব্য রেখেছেন। বৃষ্টিবাধার মধ্যেই সমাবেশ সফল করতে সেখানে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

এদিন বড় দুই দলের সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করছে। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বার্তা বাজার/জে আই