পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী। তাদের এই দাবি ইঙ্গিত দেয় যে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তা কোনোভাবেই হতে দেব না। বুধবার এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি অসাংবিধানিক দাবির মাধ্যমে ঘোলা পানিতে মাছ ধরার পরিকল্পনা করেছে। তাদের এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। আমরা জনগণের শান্তি ও দেশের স্থিতিশীলতা কোনোভাবেই নষ্ট হতে দেব না।

এ সময় বিএনপির যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

বার্তাবাজার/এম আই