সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে র্যাব-১২-এর অভিযানে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ১৭ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৯টার দিকে র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে লুকানো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন যশোর কোতয়ালি থানার হুদোরাজাপুর গ্রামের মো. রাশেদুল ইসলাম (৪১) এবং জগমোহনপুর গ্রামের মো. শাহ আলম (২৭)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এস এইচ