পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগের সদস্য রফিকুল ইসলাম রুমন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত ও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত এর বিরুদ্ধে জেলা বিএনপির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১২ জুলাই ) দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আ.লীগের কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্যদেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সোহেল, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাওন রেজা খান, পাবনা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো: নাসির হোসেন, আল কবির রকি সহ প্রমুখ।
বক্তারা বলেন একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গত ৮ জুন বিএনপির পাতানো একটি ঘটনায় গত ২ জুলাই পাবনার ছাত্রলীগের অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতাদের নামে মামলা দায়ের করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও মামলা দ্রত প্রত্যাহারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানায় বক্তারা।
বার্তাবাজার/রাহা