তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মেগা প্রকল্পের দাবিতে জাগো বাহে তিস্তা বাচাও দুদিনের লাগাতার কর্মসূচির শেষ দিনে বিকেল ৫ টায় ভার্চুয়ালী যুক্ত হবেন বিএনপিট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান আগামী দিনের রাস্ট্র নায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমান যুক্ত হবেন ভার্চুয়ালী ভাবে। এর আগে ১৭ তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসে তিস্তা পারের মানুষের দুঃখ দূর্দশা শুনেন ও ভারতের প্রতি কড়া হশিয়ারী দেন। তিনি বলেন তিস্তায় খরা মৌশুমে যেন পানি দেয়া হয় আর সীমান্ত হত্যা বন্ধ করে তবেই ভারতের সাথে দেশের বন্ধুত্ব থাকবে।সমাবেশ শেষে সন্ধার পর নানা অনুষ্ঠান হতে থাকে।
এছারা আজ সকালে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো নেতাকর্মী যুক্ত হোন। পরবর্তীকর্মসূচিতে রয়েছে হাটু পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন, সহ বিভিন্ন ধরনের খেলা।রাতে গানে মঞ্চ মাতাবেন জন প্রিয় কন্ঠ শিল্পী বেবী নাজনীন।
বার্তাবাজার/এস এইচ