কুষ্টিয়া জেলার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি জানিয়েছে, ধ্বংস করা মাদকের বাজারমূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা।

বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে পাচারের সময় এসব মাদক জব্দ করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল মেথ, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট, বিড়িসহ অন্যান্য মাদকদ্রব্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ও বিজিবি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, “গত এক বছরে আমাদের টহল ও সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় মাদক জব্দের পরিমাণও বেড়েছে। গত বছর ২৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছিল, এবার তা বৃদ্ধি পেয়ে ৭৫ কোটি টাকায় পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে লড়াইয়ে বিজিবি কেবল জব্দকাজেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে মাদকের চাহিদা কমানো ও সচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দিচ্ছে। প্রত্যেককে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আমাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে।” বিজিবি জানিয়েছে, মাদক চোরাচালান রোধে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

বার্তাবাজার/এস এইচ