ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে নাগরিক প্রস্তাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে কারি চাইনিজ রেস্টোরেন্ট মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এবিএম মমিনুল হকের সভাপতিত্বে অতিথি ছিলেন টিআই আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কুমিল্লা বিভাগীয় রেজুনাল ম্যানেজার আবুল বাশার, তরী বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ। সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরসনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করার সিদ্ধান্ত নেন।
বার্তাবাজার/এস এইচ