জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ তাদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় একজনের বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগের কারণে একজনকে আটক করেছে। আটক ওই শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি। তিনি কিশোরগঞ্জ সদরের নয়ন চন্দ্র দত্তের মেয়ে।
১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের ২য় শিফটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এসময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
শৃঙ্খলা কমিটির বরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক ওই ভর্তি পরীক্ষার্থী নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করায় কক্ষ পরিদর্শক মারফত খবর পেয়ে শৃঙ্খলা কমিটি তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অপরাধ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায় ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে মামলা করা হবে। গত ৯ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ ‘বি’ ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়।
বার্তাবাজার/এস এইচ