জিয়াউর রহমান ও তার অনুসারিদের মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বুধবার (১২ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের কান্নার মানবনন্ধনে তিনি এ কথা জানান। মানবন্ধনে জিয়াউর রহমানের সময় বিনা বিচারে হত্যা ও বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

দেশে রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টি এবং বিনাবিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে মায়ের কান্না। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন ও সাধারণ নাগরিকদের হত্যাকারিদের বিচার দাবি করেন স্বজনরা।

মানববন্ধনে সংহতি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, যারা মানবাধিকারের ছবক দেয় তারা এসব বিষয় দেখতে পায়না। তিনি বলেন, রাজনীতিতে বিএনপি-জামায়াতের মতো নির্মম সন্ত্রাসের নজীর নেই।

মাননববন্ধনে বক্তারা রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপির ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/এম আই