বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ । রবিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ অভিযানের মধ্য দিয়ে মহিলা আওয়ামীলীগের নেত্রী রিতা খান আটক হয়।

তিনি উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী । বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উত্তরা ৭নং সেক্টর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনমাধ্যম’কে জানান -রিতা খান তুরাগ থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ছিলেন ।তার নামে বিভিন্ন থানায় একের অধিক ছাত্র হত্যা মামলা রয়েছে ।

খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সম্মুখ সারিতেই ছাত্রদের উপর হামলা চালায় রিতা খান। সে সময় বেশকিছু মিডিয়াতে ছবিসহ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। গত ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে থাকেন রিতা খান । অবশেষে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

 

বার্তাবাজার/এস এইচ