তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মেগা প্রকল্পের দাবিতে জাগো বাহে তিস্তা বাচাও দুদিনের লাগাতার কর্মসূচিতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ একঝাক নেতা আসছেন তিস্তা পারে।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এই আন্দোলনের ডাক দিয়ে ব্যাপক প্রচারনা চালিয়েছে। তিস্তা নদীটি লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর নীলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন অংশে প্রবেশ করেছে। বর্ষা আসলে এই নদীর পাঁচটি জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হয়ে ঘর বাড়ী বিলিন করে নিয়ে যায়। নষ্ট হয়ে যায় মাঠ ভরা ফসলের ক্ষেত আবার খরা মৌসুমে পানির অভাবে ফসল ফলাতে পারে না কৃষকরা,পার্শ্ববর্তী দেশ ভারত বর্ষাকালে যখন পানির প্রয়োজন হয় তখন ইচ্ছে করে পানি ছেড়ে দিয়ে ব্যাপক ক্ষতি করে আবার খরার সময় পানি আটকিয়েও ক্ষতি করে। দীর্ঘদিন ধরে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি তুললেও সেটি বাস্তবায়ন হয়নি। পূর্বের সকল আন্দোলনের সীমানা ছড়িয়ে দুদিনের ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির ডাক দেন বিএনপি নেতা আসাদুল হাবীব দুলু।

তার ডাকে লাখো মানুষের সমাগম ঘটবে আগামী দু দিনের কর্মসুচীতে এমন ধারণা করা হচ্ছে। ৫টি জেলার ১১ টি পয়েন্টে প্যান্ডেল টানিয়ে কর্মসূচির পূর্ব প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আসবেন তিস্তা নদীর কাউনিয়া পয়েন্ট। এছাড়া অন্যান্য পয়েন্টগুলোতে আসবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন , বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু,মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। এছাড়া উপস্থিত থাকবেন অন্যান্য রাজনৈতিক দলের জোয়ানেদ সাকী, মোস্তফা জামাল হায়দার ও সাইফুল হক।

কর্মসূচিতে প্লাকার প্রদর্শন, জারি,ভাওয়াইয়া গান,নাটক,সিনেমা,সঙ্গিতানুষ্ঠান সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন ও করা হয়েছে। কর্মসূচিতে মানুষের বলে ধারণা করা হচ্ছে। শেষ দিন ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

 

বার্তাবাজার/এস এইচ