বাংলাদেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন ‘ক্রীড়া লেখক সমিতি’। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এআইপিএস এশিয়ার সেরা সংগঠনের স্বীকৃতি পেয়েছে। আজ (৯ মে) দক্ষিণ কোরিয়ার এক অনুষ্ঠানে এআইপিএস এশিয়ার সভাপতি হি দন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি সনত বাবলার ও সাধারণ সম্পাদক সামন হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।

২০২২ সালে এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের কার্যক্রম বিবেচনা করে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ৩০ দেশের মধ্যে ক্রীড়া লেখক সমিতি প্রথম ও নেপাল জানার্লিস্ট ফোরাম দ্বিতীয় হয়েছে।

কয়েক বছর ধরেই নানা অনুষ্ঠান আয়োজন করছে ক্রীড়া লেখক সমিতি। গত বছর সংগঠনটির ৬০ বছর পূর্তিতে বাংলাদেশের ৫০ বছরের সেরা ১০ ক্রীড়াবিদকে নির্বাচন করে সম্মাননা জানায়। ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইপিএস এশিয়ার সভাপতি হি দন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেই অনুষ্ঠান এআইপিএস এশিয়ার কংগ্রেসে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সেরা সংগঠনের পাশাপাশি এআইপিএস এশিয়া আরও কয়েকটি পুরস্কার দিয়েছে। তিনজন পেয়েছেন এআইপিএস এশিয়া লিজেন্ডস অ্যাওয়ার্ড। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতারের স্পোর্টস প্রেস ইউনিয়নকে সেরা ইভেন্ট আয়োজনের স্বীকৃতি দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এম আই