এক দফা ঘোষণার সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে মঞ্চ।
বুধবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাজধানী ও এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সাড়ে দশটার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কার্যালয়ের সামনের সড়ক।
রাজপথের আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে বিশাল শোডাউন করে সরকার পতনের একদফা ঘোষণা করবে দলটি। এদিন ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সফরের মধ্যেই দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা।
বার্তাবাজার/এম আই