অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে মাদক পরিবহনের সময় র্যাব-১২ এর বিশেষ অভিযানে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ মো. ফরমান হোসেন (৪০) ও মো. লিটন ইসলাম (২৮)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সায়দাবাদ গোলচত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাভার্ডভ্যানের মাধ্যমে গাঁজা সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এস এইচ