এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বুধবার সকাল ৯টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে রঙিন টুপি পরে, প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন।

হাজার হাজার নেতাকর্মীদের স্লোগান চলছে সমাবেশস্থলে। তবে দলের সিনিয়র নেতাদের কেউ এখনো সমাবেশস্থলে এসে পৌঁছাননি। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

এ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হবে বলে এর আগে জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে বিএনপির ঢাকা মহানগর শাখা (উত্তর ও দক্ষিণ)। সেখানে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নয়াপল্টন এলাকায় সড়কের একপাশে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

সমাবেশকে ঘিরে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এম আই