ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মো. রিপন মিয়াজী সামাজিক যোগযোগ মাধ্যমে তার বিরুদ্ধে হওয়া অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

১৩ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার বাধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানান। এ সমশ তিনি ২৪ ঘন্টার মধ্যে ফেসবুকের পোস্ট ডিলিট করতে পোষ্টকারী আফজাল খান শিমুল সহ অন্য পোস্টকারিদেরকে আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে রিপন মিয়াজীর ভাই সোহেল রানা মিহিন লিখিত বক্তব্য পাঠ করে বলেন,গতকিছু দিন আগে মালদারপাড়া একটি বাসা থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করেন বিজিবি। কিন্তু দুঃখের বিষয় হল আফজাল খান শিমুল নামে এক ফেসবুক আইডি সহ কয়েকটি ফেসবুক আইডি থেকে আমার ভাইয়ের বাড়ি থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক। শুধুমাত্র আমার ভাইকে সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে ক্ষতি করার জন্য এই আইডিগুলো অপপ্রচার চালাচ্ছে।

এ সময় তিনি জানান, তার ভাই একজন ব্যবসায়ি । অথচ তার ভাইয়ের মালদারপাড়ার বাসা থেকে বিজিবি ভারতীয় কাপড় উদ্ধার করে বলে অপপ্রচার চালানো হয়। অথচ মালদারপাড়াতে ওনার কোনো বাড়ি নেই।

 

বার্তাবাজার/এস এইচ