সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় অন্দোলনরত পুলিশ সদস্যদের পাল্টা হামলায় আহত হন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদ আলম। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার নিজ দায়িত্বে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আন্দোলনকারীদের অন্তত ৩ জনকে আটক করেছে পুলিশ। এর আগে, আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের প্রেস ক্লাবের দিকে ফিরিয়ে দেয়। এ ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, কোনোরকম ঘোষণা ছাড়াই প্রেস ক্লাব থেকে সচিবালায়ের অভিমুখে আসেন চাকরি হারানো পুলিশ সদস্যরা। ডিসি মাসুদ আলম তাদেরকে বুঝানোর চেষ্টা করলে তার ওপর চড়াও হন চাকরি হারানো পুলিশ সদস্যরা। এরপরই তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

 

বার্তাবাজার/এস এইচ