জুলাই সন্ত্রাসীদের বিচারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কতৃক দায়েরকৃত মামলায় ১৭২ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাবি ছাত্রদল কর্মী মো. ফেরদৌস রহমানের এজহারের আবেদনের প্রেক্ষিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মামলাটি গ্রহণ করেন।

মামলার আসামিগন হলেন, ১। আকতারুজ্জামান সোহেল, (জাবি ছাত্রলীগ সভাপতি, পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স, ব্যাচ: ৪২), ২। হাবিবুর রহমান লিটন, (জাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক, দর্শন, ব্যাচ: ৪৩), ৩। রতন বিশ্বাস, (নাটক ও নাট্যতত্ত্ব, ৪২), ৪। এনামুল হক এনাম, (জাবি ছাত্রলীগ সহ সভাপতি পাবলিক হেলথ, ৪৩), ৫। অভিষেক মন্ডল, (সওরা ৪১), ৬। মিজান, (জাবি সাবেক সহ সভাপতি প্রত্নতত্ত্ব, ৪১), ৭। জোবায়ের রহমান, (জাবি ছাত্রলীগ সহ সভাপতি প্রত্নতত্ত্ব, ৪১), ৮। দেলোয়ার হোসেন, (জা: বি ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, রসায়ন, ব্যাচ: ৪৪), ৯। আরমান খান যুব, (বাংলা- ৪১), ১০। তারেক, (প্রত্নতত্ত্ব-৪১), ১১। বিপ্লব হোসেন, (জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উদ্ভিদ বিজ্ঞান, ব্যাচ: ৪৩), ১২। আর রাফি চৌধুরী, জোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিএসই-ব্যাচ: ৪৩), ১৩। আবুল কালাম আজাদ, (জাবি ছাত্রলীগ সহ সভাপতি, মার্কেটিং-ব্যাচ: ৪৪), ১৪। চিন্ময় সরকার (জা:বি ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক), ১৫। রাকিবুল ইসলাম সজিব, (জাবি ছাত্রলীগ সহ সভাপতি, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যাচ: ৪৩), ১৬। সাজ্জাদ, (জাবি ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি, ফিজিক্স, ব্যাচ: ৪৩), ১৭। আব্দুল্লাহ আল ফারুক ইমরান, (জাবি ছাত্রলীগ সহ সভাপতি, ইতিহাস, ব্যাচ: ৪৪), ১৮। লেলিন মাহবুব, যুেগ্ম সাধারণ সম্পাদক, লোক প্রশাসন, ব্যাচ: ৪৪), ১৯। আবু ওয়ালিদ, (জাবি ছাত্রলীগ সহ সভাপতি, ম্যানেজমেন্ট, ব্যাচ: ৪৪), ২০। ফরহাদ হোসেন, (জাবি ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক, সরকার ও রাজনীতি, ব্যাচ: ৪৪), ২১। সাব্বির হোসেন নাহিদ, (জা: বি ছাত্রলীগ সহ-সভাপতি, নৃবিজ্ঞান, ব্যাচ:৪৪), ২২। সাজ্জাদ হোসেন, (জাবি ছাত্রলীগ সহ-সভাপতি, প্রাণরসায়ন, ব্যাচ: ৪৪), ২৩। রাকিব, (জাবি ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক, আই আর, ব্যাচ: ৪৩), ২৪। জাহিদ হাসান লিমন, (জাবি ছাত্রলীগ উপ কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অর্থনীতি, ব্যাচ: ৪৬), ২৫। আসিফ মাহদী আবীর, (জবি ছাত্রলীগ সহ-সভাপতি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ব্যাচ: ৪৩), ২৬। মেহেদী জয়, (জাবি ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক, ফিজিক্স ৪৪), ২৭। বিকাশ রায়, (জাবি ছাত্রলীগ প্রচার সম্পাদক ভূতাত্ত্বিক বিজ্ঞান, ব্যাচ: ৪৫), ২৮। আরিফ আনজুম কাফি, (উদ্ভিদবিজ্ঞান, ব্যাচ: ৪৭), ২৯। জোবায়েদ সাদিক আশিক, (জাবি ছাত্রলীগ শেখ রাসেল হল শাখার সভাপতি, পাবলিক হেল্থ, ব্যাচ ৪৬), ৩০। শেখ নাহিয়ান রাজু, (প্রত্নতত্ত্ব-৪৬), ৩১। অলক কুমার পাল, (বাংলা-৪৭), ৩২। মিনহাজ, (রসায়ন-৪৯), ৩৩। নাহিদ, (আইআর-৪৫), ছাত্রলীগ কর্মী, ভাষানী হল, ৩৪। সজিব হাসান সাজ, (উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সরকার ও রাজনীতি, ব্যাচ: ৪৬), ৩৫। মহিবুর রহমান শুভ, প্রত্নতত্ত্ব-৪৭), ৩৬। হাসান মাহমুদ ফরিদ, (জা:বি ছাত্রলীগ সহ-সভাপতি, পরিবেশ বিজ্ঞান, ব্যাচ: ৪৪), ৩৭। আল রাজী সরকার, (উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, সরকার ও রাজনীতি, ব্যাচ: ৪৫), ৩৮। নাসির মোস্তাকিম, (ভূতাত্ত্বিক বিজ্ঞান-৪৭), ৩৯। ইমামুল হাসান তিতাস, (জা: বি ছাত্রলীগ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, নৃবিজ্ঞান, ব্যাচ: ৪৭), ৪০। আওলাদ হোসেন, পরিবেশ বিজ্ঞান-৪৭), ৪১। মেহেদী হাসান, (ইতিহাস-৪৭), ৪২। সৌরভ মাজহার, (রসায়ন-৪৭), ৪৩। খালিদ ৪৪। হাসান ধ্রুব, (জা:বি ছাত্রলীগ সদস্য, রসায়ন, ব্যাচ: ৪৭), ৪৫। ইমরুল হাসান আমি, (জা:বি ছাত্রলীগ উপ আইন সম্পাদক, আইন ও বিচার, ব্যাচ: ৪৭), ৪৬। আহমেদ গালিব, (জা:বি ছাত্রলীগ সহ সম্পাদক, বাংলা, ব্যাচ: ৪৭), ৪৭। আহসানুল হাবিব রেজা, (জা:বি ছাত্রলীগসদস্য, দর্শন, ব্যাচ: ৪৮), ৪৮। শাহেনশাহ আকাশ, (দর্শন-৪৮), ৪৯। মমিনুল ইসলাম আরাফ, (জা:বি ছাত্রলীগ সহ-সম্পাদক, সরকার ও রাজনীতি, ব্যাচ: ৪৮), ৫০। ফয়সাল আমিন আলফা, (জা:বি ছাত্রলীগ সদস্য, গণিত, ব্যাচ: ৪৮), ৫১। আব্দুল্লাহ আল মামুন, (জা:বি ছাত্রলীগ সদস্য, প্রাণীবিদ্যা, ব্যাচ: ৪৮), ৫২। আরাফাত আল জালাল সিয়াম, প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান-৪৮), ৫৩। আহমাদুল্লাহ মান্না, ভূতাত্ত্বিক (বিজ্ঞান-৪৯), ৫৪। ফয়সাল মারুফ, (দর্শন-৫০), ৫৫। আবীর, (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান- ৪৩), ৫৬। সুজন, (জা:বি ছাত্রলীগ সহ সভাপতি, বাংলা, ব্যাচ: ৪৩), ৫৭। নাইম, (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং-৪৪), ৫৮। হাসান মাহমুদ হিমু, (জ্ঞা:বি ছাত্রলীগ ধর্ম বিষয়ক সম্পাদক, ভূতাত্ত্বিক বিজ্ঞান, ব্যাচ: ৪৫), ৫৯। স্বপ্ন জামান, (জার্নালিজম- ৪৫), ৬০। আশরাফুল আলম গোলদার, (জা: বি ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদক, ইউআরপি-৪৬), ৬১। আবদুর রহমান সরকার, (জা:বি ছাত্রলীগ উপস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, পাবলিক হেলথ-৪৬), ৬২। মাসুম বিল্লাহ, (ইতিহাস-৪৬), ৬৩। হারুন (জা: বি ছাত্রলীগ সদস্য, ম্যানেজমেন্ট- ৪৭), ৬৪। জহিরুল ইসলাম, (জা: বি ছাত্রলীগ সহ সম্পাদক, রসায়ন-৪৭), ৬৫। আদনান শাকিল, (ভূতাত্ত্বিক বিজ্ঞান-৪৭), ৬৬। রাতুল হাসান, (জা:বি ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদক, আইআর-৪৭), ৬৭। বখতিয়ার আহমেদ, (দর্শন-৪৭), ৬৮। মাসুম বিল্লাহ, (জা:বি ছাত্রলীগ সহ-সম্পাদক, ম্যানেজমেন্ট, ৪৭), ৬৯। রিফাত, (জা:বি ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদক, ইউআরপি-৪৫), ৭০। আকাশ, (জা:বি ছাত্রলীগ সহ সভাপতি, বাংলা-৪৩), ৭১। তানজিল, পাবলিক হেল-৪৩), ৭২। দীপ, পাবলিক (হেলথ-৪৪), ৭৩। সবুজ রয়, (আ:বি ছাত্রলীগ উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রসায়ন-৪৫), ৭৪। শাহ মোস্তাক আহমেদ সৈকত, (জা:বি ছাত্রলীগ সহ সভাপতি, সিএসই-৪৫), ৭৫। তাজিন আহমেদ নিরব, (জা:বি ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদক, আইআইটি, ৪৬), ৭৬। অরবিন্দ ভৌমিক, (জ্ঞা:বি ছাত্রলীগ উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ইতিহাস-৪৬), ৭৭। মাহবুব আলম শান্ত, (জা:বি ছাত্রলীগ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, নৃবিজ্ঞান, ৪৬), ৭৮। মাহাদী, (সিএসই, ৪৬), ৭৯। মোস্তাফিজুর রহমান মোস্তাক, (জা:বি ছাত্রলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পরিসংখ্যান, ৪৬), ৮০। মনোয়ার হোসেন হিমেল, জা.বি ছাত্রলীগ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সিএসই, ৪৬), ৮১। যান আসিফ রহমান, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং-৪৬), ৮২। শাহরিয়ার কবির স্বাধীন, (জা:বি ছাত্রলীগ উপ-সমাজ সেবা সম্পাদক, প্রাণীবিজ্ঞান-৪৬), ৮৩। মো: তামিম হোসেন, (নাটক ও নাট্যতত্ত্ব- ৪৭), ৮৪। ফয়জুল ইসলাম নিরব, (জা:বি ছাত্রলীগ উপ ক্রীড়া সম্পাদক, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং-৪৭), ৮৫। সীমান্ত চৌধুরী, (প্রত্নতত্ত্ব-৪৭), ৮৬। মেহেদী হাসান বাদশা, (জা: বি ছাত্রলীগ অপো পাঠাগার বিষয়ক সম্পাদক, চারুকলা-৪৭), ৮৭। হাসিবুর রহমান, (জা: হা:বি ছাত্রলীগ উপ দপ্তর সম্পাদকভূগোল ও পরিবেশ-৪৭), ৮৮। আমিনুল ইসলাম, লোক প্রশাসন-৪৭), ৮৯। জাহিদ হাসান, (প্রাণীবিজ্ঞান-৪৭), ৯০। নাইম হাসান নিশাত, (উপ গনশিক্ষা বিষয়ক সম্পাদক প্রাণীবিজ্ঞান-৪৭), ৯১। আব্দুল্লাহ আল মামুন, (জা:বি ছাত্রলীগ উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ভূতাত্ত্বিক বিজ্ঞান-৪৭), ৯২। রিজওয়ান সোয়ান, (জা:বি ছাত্রলীগ সহ-সম্পাদক, নাটক ও নাট্যতত্ত্ব-৪৭), ৯৩। সারোয়ার শাকিল, (জা:বি ছাত্রলীগ উপক কৃষি বিষয়ক সম্পাদক, ইতিহাস-৪৭), ৯৪। মশিউর রহমান তানজিম, মার্কেটিং-৪৭), ৯৫। আব্দুল্লাহ আল আদনান, (জা:বি ছাত্রলীগ সহ সম্পাদক, ইতিহাস, ৪৮), ৯৬। মেশান শিকদার, (ম্যানেজমেন্ট-৪৯), ৯৭। মাহমুদুল হাসান লালন, (ইংরেজি-৪৯), ৯৮। কে এম আব্দুল্লাহ আল সাদ, (পদার্থবিজ্ঞান-৪৯), ৯৯। মো: জায়েদ, (মার্কেটিং-৪৯), ১০০। ওমর ফারুক তানিম, (পাবলিক হেলঘ-৪৯), ১০১। ওয়াসিক আরিফ অমি, (সিএসই-৫০), ১০২। তৌকির আহমেদ রোমান, (জা:বি ছাত্রলীগ পাঠাগার বিষয়ক সম্পাদক, (একাউন্টিং-৪৫), ১০৩। প্রসেঞ্জিত কুমার, জো:বি ছাত্রলীগ উপপ্রচার সম্পাদক, গণিত-৪৫),১০৪। মুহিত হাসান জয়, (জা:বি ছাত্রলীগ সহ-সভাপতি, ইউআরপি-৪৫), ১০৫। রাশেদুল ইসলাম শিমুল, (আইআর-৪৫), ১০৬। তৌহিদুল ইসলাম জিহাদ, (জা:বি ছাত্রলীগ উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, একাউন্টিং-৪৬), ১০৭। রেজওয়ান চৌধুরী রায়হান, (জা:বি ছাত্রলীগ সহ সম্পাদক, সওরা-৪৬), ১০৮। সাইয়েদুল মুরসালিন হৃদয়, (জা:বি ছাত্রলীগ উপ আইন সম্পাদক, আইন ও বিচার- ৪৬), ১০৯। ওয়াহিদ তাওসীফ অনিক, (জা:বি ছাত্রলীগ উপক ক্রীড়া সম্পাদক, প্রত্নতত্ত্ব-৪৬), ১১০। অনুপম সাহা সজল, (জ:বি ছাত্রলীগ সহ-সম্পাদক, নৃবিজ্ঞান-৪৬), ১১১। মেহেদী হাসান রিফাত, (ভূগোল ও পরিবেশ-৪৬), ১১২। আরশাদ গালিব হিমেল, (জা:বি ছাত্রলীগ সম্পাদক, সওরা-৪৭), ১১৩। জিসান আহমেদ রনি, (জা:বি ছাত্রলীগ উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অর্থনীতি-৪৭), ১১৪। ফাহিম ফয়সাল, (সওরা-৪৭), ১১৫। আরিফিন আলম সানি, (জা:বি ছাত্রলীগ সদস্য, সওরা-৪৭), ১১৬। আবির হাসান, (পরিবেশ বিজ্ঞান-৪৭), ১১৭। মাহফুজুল হাসান নয়ন, (সওরা-৪৮), ১১৮। তানজিম সাকিব অনিক, (জ:বি ছাত্রলীগ সদস্য, অর্থনীতি-৪৮), ১১৯। শেখ মো: সজীব, (পাবলিক হেলথ-৪৮), ১২০। শাহরিয়ার শুভ, (জা.বি ছাত্রলীগ উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সওরা-৪৮), ১২১। সামিউল সাকিব, (অর্থনীতি-৪৮), ১২২। শরিফুল ইসলাম সোহান, (পরিবেশ বিজ্ঞান-৪৯), ১২৩। মো: আল মামুন, (অর্থনীতি-৪৯), ১২৪। ইমাম মাহমুদ রিসান, (সওরা-৪৯), ১২৫। রুপক দাস, (প্রাণিবিদ্যা-৪৯), ১২৬। আহসানুল হক আসিফ, (অর্থনীতি-৪৯), ১২৭। আহাদুর রহমান, (ইউআরপি-৪৭), ১২৮। মোস্তফা ফয়সাল রাফি, (অর্থনীতি- ৪৭), ১২৯। মাহবুবুর রহমান উৎসব, নাটক ও নাট্যতত্ত্ব-৪৮), ১৩০। তৌহিদুর রহমান রাব্বি, (পাবলিক হেল্‌ল্ফ-৪৮), ১৩১। তানভীর আহমেদ মেরাজ, (গণিত-৪৯), ১৩২। রাতুল, (সওরা-৪৯), ১৩৩। আহমেদ কবির হৃদয়, (আইন ও বিচার- ৫০), ১৩৪। মাজেদুল ইসলাম, (জাবি ছাত্রলীগ সহ-সভাপতি, ইউআরপি-৪৪), ১৩৫। সুমন জোয়ার্দার, (পদার্থবিজ্ঞান-৪৪), ১৩৬। তৌহিদুল আলম তাকিদ, (পদার্থবিজ্ঞান-৪৫), ১৩৭। নাহিদ ফয়সাল, (সওরা- ৪৬), ১৩৮। প্রাচুর্য চৌধুরী, (আইআইটি-৪৬), ১৩৯। আরিফ জামান সেজান, (নৃবিজ্ঞান-৪৬), ১৪০। মহিবুল্লাহ সরকার প্রান্ত, (মাইক্রোবায়োলজি-৪৬), ১৪১। মেহেদি হাসান, (জাবি ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক, সওরা-৪৭), ১৪২। ফরিদ আহমেদ জয়, (জাবি ছাত্রলীগ সহ-সম্পাদক, পরিসংখ্যান-৪৭), ১৪৩। তানভীর আহমেদ, (জাবি ছাত্রলীগ সাংস্কৃতি সম্পাদক, প্রত্নতত্ত্ব-৪৭), ১৪৪। মোহতাসিম বিল্লাহ, (চারুকলা-৪৮), ১৪৫। জাহিদ হাসান প্রধান, (জাবি ছাত্রলীগ উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক, পদার্থবিজ্ঞান-৪৯), ১৪৬। ফয়সাল খান রকি, (জাবি ছাত্রলীগ সহ-সভাপতি, পদার্থবিজ্ঞান-৪৫), ১৪৭। সাজ্জাদ শোয়াইব চৌধুরী, (জাবি ছাত্রলীগ সহ-সভাপতি, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং-৪৫), ১৪৮। শান্ত জাবালি, (জবি ছাত্রলীগ উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক, দর্শন-৪৮), ১৪৯। মো: সাইফুল ইসলাম ভূইয়া, (মার্কেটিং-৪৮), ১৫০। রেজাউল করিম, (গণিত-৪৯), ১৫১। মেহেদী হাসান এলিন, (গণিত-৪৯), ১৫২। তানভীর, (জার্নালিজম- ৪৭), ১৫৩। সৈকত রায়হান, (আইআইটি- ৪৮), ১৫৪। রুহুল, (একাউন্টিং- ৪৯), ১৫৫। শিমুল, (পদার্থবিজ্ঞান-৪৯), ১৫৬। মিশকাত, (দর্শন-৫০), ১৫৭। আলামিন চুকু, (দর্শন-৪৪), ১৫৮। জয় মুবিন, (অর্থনীতি-৪৫), ১৫৯। আনোয়ার হোসেন রকি, (জাবি ছাত্রলীগ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, অর্থনীতি-৪৫) ১৬০। সোহেল রানা, (জাবি ছাত্রলীগ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, একাউন্টিং-৪৬), ১৬১। আব্দুর রহিম, (দর্শন-৪৬), ১৬২। সাজ্জাদ হোসাইন, (আইন ও বিচার-৪৬), ১৬৩। জয় পাল, (জাবি ছাত্রলীগ উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, লোকপ্রশাসন-৪৭), ১৬৪। তুষার, (জাবি ছাত্রলীগ সহ-সম্পাদক, বাংলা-৪৭), ১৬৫। আপন, (লোকপ্রশাসন-৪৭), ১৬৬। সজল আকন্দ, (অর্থনীতি- ৪৮), ১৬৭। বখতিয়ার, (দর্শন-৪৭), ১৬৮। আসাদ হোক, (নৃবিজ্ঞান-৪৬), ১৬৯। হামজা রহমান অন্তর (৩০), উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক, ৪১ তম ব্যাচ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ১৭০। শেখ রাসেল হল শাখার সভাপতি জোবায়ের আশিক, ১৭১। সাজ, ব্যাচ ৪৬, সরকার ও রাজনৈতিক বিভাগ, ছাত্রলীগ কর্মী, ১৭২। তাজউদ্দীন হল ছাত্রলীগের সেক্রেটারি পদপ্রার্থী প্রত্নতত্ত্ব বিভাগের শুভ সহ আরো অজ্ঞাতনামা ৩০০/৪০০ জন।

এবিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ৫ আগষ্টের ছাত্রজনতার গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবিটি ছিলো গত ১৪-১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর পৈশাচিক এবং বর্বর যে হামলা হয়েছিল সেই হামলায় অংশগ্রহণকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে সেইসব সশস্ত্র হামলাকারীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি আমাদের প্রত্যাশা তারা দ্রুত সময়ের আসামিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করবেন।

 

বার্তাবাজার/এস এইচ