সিরাজগঞ্জে আয়োজিত বিএনপির এক জনসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন। নেতারা বলেছেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, কণ্ঠশিল্পী ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে উপস্থিত হন। সমাবেশে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের দাবি জানান।
বার্তাবাজার/এস এইচ