যমুনা নদীর ওপর নবনির্মিত রেলসেতু দিয়ে পরীক্ষামূলক চলাচলের পর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মোহাম্মদ মাসউদুর রহমান জানান, প্রায় ৪.৮ কিলোমিটার দীর্ঘ এ রেলসেতুটি আগামী ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেতুর প্রকল্প পরিচালক জানিয়েছেন, সেতুটিতে দুটি রেললাইন থাকলেও আপাতত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে একাধিকবার যাত্রীবিহীন পরীক্ষামূলক ট্রায়াল সম্পন্ন করা হয়।
২০২০ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাক রেলসেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের মার্চ মাসে সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়। প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা, যা পরবর্তীতে বেড়ে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত হয়। এ অর্থের ২৭.৬০ শতাংশ স্থানীয়ভাবে এবং বাকি ৭২.৪০ শতাংশ জাপানের উন্নয়ন সংস্থা জাইকা অর্থায়ন করেছে।
বার্তাবাজার/এস এইচ