নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ ১৭৮ জন ছাত্রলীগ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জন কে জুলাই হামলার ঘটনায় আসামী করে মামলার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বিচারের লক্ষ্যে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর এজহারের আবেদন করেন জাবি শিক্ষার্থী মো. ফেরদৌস রহমান।
উক্ত আবেদনে নাটক ও নাট্যতত্ত্ব ৪২ব্যাচের শিক্ষার্থী রতন বিশ্বাস, জাবি ছাত্রলীগ সহ সভাপতি এনামুল হক এনাম, সরকার ও রাজনীতি ৪১ব্যাচের শিক্ষার্থী অভিষেক মন্ডল,জাবি সাবেক সহ সভাপতি মিজান, জাবি ছাত্রলীগ সহ সভাপতি জোবায়ের রহমান, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব প্রত্নতত্ত্ব ৪১ ব্যাচের শিক্ষার্থী তারেক, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর রাফি চৌধুরী, জাবি ছাত্রলীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ, জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার সহ ১৭৮ জনকে আসামি করার আবেদন করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ কেও উক্ত আবেদনে অন্তর্ভুক্ত করা হয়ে হয়েছে।
এবিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ৫ আগষ্টের ছাত্রজনতার গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবিটি ছিলো গত ১৪-১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর পৈশাচিক এবং বর্বর যে হামলা হয়েছিল সেই হামলায় অংশগ্রহণকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে সেইসব সশস্ত্র হামলাকারীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি আমাদের প্রত্যাশা তারা দ্রুত সময়ের আসামিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করবেন।
বার্তাবাজার/এস এইচ