একদফার আন্দোলনে গত ৪ আগস্ট নড়াইলের চিত্রাসেতু এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্বদাতা জেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রকিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট শুরুর পর এই প্রথম ছাত্র আন্দোলনে কোনো হামলাকারীকে গ্রেফতার করলো নড়াইল সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রকি নড়াইল পৌরসভার ভওয়াখালীর মিকাইলের ছেলে।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নড়াইল পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও দেখে হামলাকারী রকিকে শনাক্ত করে পুলিশ। ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে বলে সদর থানা সূত্রে জানা যায়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা রকিকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এস এইচ