জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার ফুচকা দোকানীদের নিকট দৈনিক ১ হাজার টাকা চাঁদা দাবী ও অনাদায়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বানী অর্নব’কে সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করে জাবি শাখা ছাত্রদলের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।

১০ ফেব্রুয়ারি (সোমবার) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

 

বার্তাবাজার/এস এইচ