ময়মনসিংহের ভালুকায় উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান সরকার বিদ্যুৎসহ তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় ও ১০ ফেব্রুয়ারি (সোমবার)বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার থেকে শুরু হওয়া সারাদেশে ডেভিল হান্ট অভিযানে ভালুকা মডেল থানা পুলিশ ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার মেদিলা গ্রামে অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান সরকার বিদ্যুৎকে গ্রেফতার করা হয়। কামরুজ্জামান সরকার বিদ্যুৎ উপজেলার মেদিলা গ্রামের মো: মোতালেব সরকারের ছেলে।

তাছাড়াও ১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে ভালুকা পৌরসভার নবধারা স্কুল এলাকা থেকে ভালুকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ মো. রতনকে এবং উপজেলার হবিরবাড়ি এলাকা থেকে উপজেলা আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি রিয়ন তালুকদারকে গ্রেফতার রা হয়েছে । ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ূন কবির জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বার্তাবাজার/এস এইচ