ভোলায় অপা‌রেশন ডে‌ভিল হান্টের অ‌ভিযা‌নে নাশকতার আশংকায় কোস্টগার্ড ও পু‌লিশ পৃথক পৃথক অ‌ভিযান চা‌লি‌য়ে ১৮ জন‌কে আটক ক‌রে‌ছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১১ টার থে‌কে সোমবার সকাল ৭ টা পর্যন্ত ভোলা সদর, দৌলতখান ও লাল‌মোহন উপ‌জেলা থে‌কে তা‌দের আটক করা হয়।

সোমবার দুপুর ১২টায় কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা লে. হারুন অর র‌শিদ জানান, রোববার রাত ১১ টা থে‌কে সোমবার সকাল ৭ টা পর্যন্ত তারা ভোলা সদর উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অপা‌রেশন ডে‌ভিল হান্ট চালান। এ সময় নাশকতার আশংকায় ১৪ জন আওয়ামী লীগ ও তা‌দের অঙ্গ সংগঠ‌নের নেতা-কর্মী‌কে আটক করা হয়। প‌রে তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের জন্য ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হয়।

অপর‌দি‌কে ভোলা সদর ম‌ডেল থানা, দৌলতখান ও লাল‌মোহন থানার পু‌লিশ সদসস্য অপা‌রেশন ডে‌ভিল হান্টে অ‌ভিযান চা‌লি‌য়ে ৪ জন‌কে আটক ক‌রে‌ছে। এ‌মের ম‌ধ্যে সদরের ১ জন, দৌলতখা‌নে ২ জন ও লাল‌মোহ‌নে ১ জন র‌য়ে‌ছে। আটককৃতরা সবাই আওয়ামী লী‌গের রাজনী‌তির সা‌থে জ‌ড়িত ব‌লে নি‌শ্চিত ক‌রে পু‌লিশ।

 

বার্তাবাজার/এস এইচ