চলার পথে ভুলভ্রান্তি হলে ক্ষমা চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে পরিচিত দেশটির নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে এভাবেই ক্ষমা চান তিনি।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি’ নিয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির ঘোষণা করতে যাওয়া এক দফা দাবিতে আন্দোলনে যোগ দেবে গণঅধিকার পরিষদও। সে নিয়েই আজ বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বৈঠকে হওয়া বিভিন্ন সিদ্ধান্ত জানান দুই দলের নেতারা।

এ সময় ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে কৌশলে জবাব দেন নুরুল হক নুর। তিনি বলেন, ‘চলার পথে ভুলভ্রান্তি হলে ক্ষমা প্রার্থনা করছি। গণঅধিকার পরিষদের নির্বাচিত নেতৃত্ব হিসেবে আরও দায়িত্বশীল, সচেতন ও সতর্ক থেকে, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমাদের জীবন উৎসর্গ করতে কার্পণ্য করব না। দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কখনও কোনো অপশক্তির সঙ্গে আপস করব না।’

গত বছরের ২৮ ডিসেম্বর দুবাইয়ের সিটি মলে স্টারবাকস কফিশপে আনুমানিক বেলা ৩টায় মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করার অভিযোগ ওঠে নুরুল হক নুরের বিরুদ্ধে।

তবে যতবারই সাফাদির সঙ্গে বৈঠকের কথা উঠেছে, ততবারই অস্বীকার করেছেন নুর। সম্প্রতি সাফাদির সঙ্গে বৈঠকের আগে-পরে তোলা নুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে গণঅধিকার পরিষদের আরেক নেতা ও সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়াও সাফাদির সঙ্গে নুরের বৈঠক হয়েছে বলে অভিযোগ তোলেন। এমনকি বৈঠকের পর নুর বিপুল পরিমাণ অর্থ সাফাদির কাছ থেকে পেয়েছেন বলেও অভিযোগ করেন রেজা কিবরিয়া।

ফলে নতুন করে আবারও বিতর্ক ওঠে নুরকে নিয়ে। এর আগে কখনোই নুর স্বীকার না করলেও এবার কৌশলে উত্তর দিয়েছেন।

 

বার্তাবাজার/এম আই