পাবনার ঈশ্বরদীতে বাবার বিরুদ্ধে নিজের সাত বছর বয়সী মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুলাই) ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন।
এজাহার থেকে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটি সকালে ঘুমাচ্ছিল। শিশুটির মা কাজের উদ্দেশ্যে বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে তার বাবা ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি শিশুটির ১২ বছর বয়সি বড় ভাইকে জানালে সে আশপাশের লোকজনকে ডাকে এবং ফোনে তার মাকে জানায়। শিশুটির মা বাড়ি গিয়ে তার মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এর আগেও ওই শিশুকে তার বাবা ধর্ষণের চেষ্টা করেছেন অভিযোগ করা হয় এজাহারে। সেটি জানিয়ে দিতে চাইলে শিশুটির মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শিশুটির বাবার বিরুদ্ধে।
ভুক্তভোগীর মা বলেন, ‘আমি কাজের উদ্দেশ্যে সকালে মেয়েকে ঘুমে রেখেই বাইরে চলে গেছি। তার একটু পরেই শুনেছি আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তার বাবার কাছে। এর আগেও ছেলেমেয়ে উভয়ের সঙ্গে এ রকম ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি আমি সবাইকে জানাতে চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেন। একজন বাবার কাছে মেয়ে যখন ধর্ষণের শিকার হয়, তখন এমন বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আমার মেয়ের ধর্ষকের ফাঁসি চাই।’
আত্মীয়স্বজন ও স্থানীয়রা জানান, অভিযুক্ত আগে থেকেই এলাকায় মাদক, ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। তারা এর সুষ্ঠু বিচার চান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাবরিনা হক জানান, মেয়েটিকে তার মা নিয়ে এলে আমি প্রাথমিকভাবে চেক করে ধর্ষণের কিছু নমুনা বুঝতে পেরেছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ পরীক্ষা-নীরিক্ষা করে বিস্তারিত জানা যাবে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষা করানো হচ্ছে। রিপোর্ট দেখে ধর্ষক পিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বার্তাবাজার/এম আই