ক্ষমতাসীন দলের পতন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপির একদফা আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছেন নাগরিক মঞ্চ।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেন তারা। যদিও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে নেই জোটটি।
নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন বলেন, চলতি মাসে একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করবে নাগরিক মঞ্চ।
দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দেশপ্রেমিক নাগরিক পার্টির মহাসচিব ড. শওকত হোসেন, মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিন, কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের, ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা ও মানবাধিকার ব্যক্তিত্ব গাজী মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, আছে একদলীয় স্বৈরতন্ত্র। দলীয় সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচনে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। একমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো দেশে-বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের মনোনীত প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হবে।
বার্তাবাজার/এম আই