ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক লাখ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রূপকল্প ৪১ বাস্তবায়নে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সুজন দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা ইউনিয়নের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, আশ্র‍য়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে এই এক লাখ চারা তুলে দেন।

বজ্রপাত নিরোধক ৮ হাজার তালগাছসহ, আকাশমণি, মেহগনি, চিত্রাসি, কড়ই, আম, জাম, কাঠাল, পেয়ারা, আমলকি,জলপাই, জাম্বুরা, বড়ই, ড্রাগন, আতা, হরিতকি, বহেরা,নিম, অর্জন, কামিনি, হাসনাহেনা, বেলী, গন্ধরাজ, টগর, বকুল, এলমড়া ও রঙন গাছের চারা বিতরণ করা হয়।

বার্তাবাজার/এম আই