বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ৫ মাস ২৬ দিন পর স্বেচ্ছাসেবক দল নেতা শহিদ মামুন খন্দকার বিপ্লবের (৩০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া গ্রামের গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত মামুন খন্দকার মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের মৃত মজিবর খন্দকারের ছেলে।
তার দুই ছেলে দুই মেয়ে রয়েছে। তিনি ঢাকার আশুলিয়া এলাকায় গার্মেন্টসের ব্যবসা করতেন। তিনি আশুলিয়া বাইপাইল এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। এ সময় মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসএইচ