মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে সুমাইয়ার দল বাংলাদেশ। এই পর্বে দুটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী এক পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ২৬ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে সুমাইয়ার দলের প্রতিপক্ষ ভারত। একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাদের সাথে সুপার সিক্সে খেলতে হবে না বাংলাদেশকে। শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ রানার্স-আপ হওয়ায়, তাদের সাথে খেলা নেই টাইগ্রেসদের। গ্রুপ চ্যাম্পিয়নের সাথে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের সাথে রানার্স-আপের কোন ম্যাচ নেই। এজন্য ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে বাংলাদেশ।

 

বার্তাবাজার/এসএইচ