কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্রের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবাইয়াত তাজবীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিফায়াত উল হক।

বুধবার (২২ জানুয়ারি) সংগঠনির সদ্য সাবেক সভাপতি এবং উপদেষ্টাদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।

২১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লায়লা পারভীন, আমেনা আক্তার ইকরা এবং মোঃ পলাশ হাসান। এছাড়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আমিনা কবির শ্রেষ্ঠা এবং মো: তাহমিদ। সাংগঠনিক সম্পাদক পদে জাওয়াদ উর রাকিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দা রাইসা তাসনীম, পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে ফাহমিদা সুলতানা, প্রচার সম্পাদক পদে সাইমা আক্তার, অর্থ সম্পাদক পদে নিলয় সরকার, দপ্তর সম্পাদক পদে রাকিবা হালিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে সাবিহা সুলতানা বেলী, যোগাযোগ সম্পাদক পদে প্রিয়াংকা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সোহেল আহাম্মেদ এবং আপ্যায়ন ও অনুষ্ঠান সম্পাদক পদে কানিজ ফাতেমা রিমি মনোনীত হয়েছেন। পাশাপাশি, কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রফিক উদ্দিন, জান্নাতুল ফেরদৌস (মৌনতা), মোঃ সুজন হোসেন এবং আফরিন উল আলম রিমু।

নতুন কমিটির সাধারণ সম্পাদক কিফায়াত উল হক বলেন, ‘অনুপ্রাসের এই নতুন যাত্রায় সকলের সাথে এক সাথে পথচলার সুযোগ পেয়ে ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই কন্ঠচর্চা নিয়ে আগ্রহ ছিলো।এখন দায়িত্ব আরও বেড়েছে। লক্ষ্য থাকবে আবৃত্তির প্রতি সকলের ভালোবাসা তৈরি করা এবং নতুনদের মধ্য থেকে প্রতিভা প্রস্ফুটিত করে সুন্দর, সুস্থ সংস্কৃতির চর্চা করা।’

সভাপতি রুবাইয়াত তাজবীন বলেন, ‘প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা । আবৃত্তি আমার ভালোবাসার জায়গা। ছোটবেলায় আম্মুর কাছ থেকে প্রথম আবৃত্তি শেখার মাধ্যমে শুরু হয়েছিল আমার এই যাত্রা। এরপর সবার অসীম ভালোবাসা, অনুপ্রেরণা আর সহযোগিতায় আজ এই পর্যায়ে আসতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস জীবনের শুরু থেকেই অনুপ্রাস পরিবারের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। আজ সেই পরিবারের একজন হিসেবে এত বড় একটি দায়িত্ব পাওয়া আমার জন্য পরম আনন্দের ও গর্বের। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আবৃত্তি চর্চার জন্য একটি সুন্দর, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে কাজ করে যাব।’

 

বার্তাবাজার/এসএইচ