বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশের যে ধারাপাত আমরা জাগিয়েছি, সেখানে এখনও নতুন ফ্যাসিবাদের উত্থান দেখা যাচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এই ভূখণ্ডে ফ্যাসিবাদের সূচনা করেছিলেন এবং তার কন্যা শেখ হাসিনা ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে শেখ হাসিনা শুরুতেই লগি-বইঠা দিয়ে মানুষ হত্যা করেছেন। যা কোনো সভ্য দেশে হওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইতিহাসে আমরা দেখেছি, ফেরাউন চলে গেছে কিন্তু তার পরেও এমন অনেক ব্যক্তি এসেছে যারা লেবাস পরিবর্তন করে ফেরাউনের মতোই কাজ করেছে। বাংলাদেশেও একই চিত্র দেখা গেছে। ফ্যাসিবাদের প্রধান নায়ক হাসিনা বিদায় নিয়েছেন কিন্তু এই জমিন থেকে ফ্যাসিবাদের শিকড় এখনও পুরোপুরি উপড়ে যায়নি। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারা কখনোই চাইবে না এই দেশে নতুন করে আবার ফ্যাসিবাদের উত্থান হোক। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে নতুন কোনো ফ্যাসিবাদ এই দেশে মাথাচাড়া দিতে না পারে।

জাহিদুল ইসলাম বলেন, আমরা কাউকে শত্রু ভাবি না শত্রু বানাতেও চাই না। আমরা চাই প্রতিযোগিতা হোক ভালো কাজের, নতুন নতুন তত্ত্ব হাজির হোক এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা হোক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা ও গবেষণা সম্পাদক সাকিল উদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব প্রমুখ।

 

বার্তাবাজার/এসএইচ