লাললালমনিরহাটের পৌর এলাকায় ৯ জন পথচারীকে আহত করে জনমনে এসে আতঙ্ক সৃস্টি করেছে বন্য শেয়াল। শহরের হকার্স মার্কেট,সার্কিট হাউস, পুলিশ লাইন্স এলাকায় প্রবেশ করে পথচারীর শরীরের বিভিন্ন অঙ্গে কামরিয়ে আহত করেছে ওই শেয়াল।এদের মধ্যে একজনের বিশেষ অঙ্গের একটি অংশ ছিড়ে নিয়ে গেছে। এভাবে জনবহুল স্থানে শেয়ালের প্রবেশ করায় আতংক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
গত সোমবার রাতে শহরের হাড়ীভাঙা, পুলিশ লাইন্স ও সেনামৈত্রী মার্কেট আকসিৎ ভাবে একটি নেকড়ে আকৃতির হিংস্র বন্য শেয়াল এসে এলোপাতাড়ি কামর দিয়ে রক্তাক্ত করে দুজনকে। এমন একটি ভিডিও সিসিটিভিতে ধরা পরায় সেটি ভাইরাল হয়ে যায়।ভিডিও তে দেখা যায় একটি শেয়ালের আকৃতির প্রানী একজনকে কামর দিচ্ছে। স্থানীয়দের লাটিশোটার ধাওয়ায় পরে পালিয়ে যায় শেয়ালটি। আহত দুজনকে রংপুরের পাঠানো হলে ৫ জন সদর হাসপাতালে চিকিৎসা নেন। অন্যানরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বন বিভাগ কর্মকর্তা আনিছুর রহমান জানানবনজঙ্গল কেটে ফেলা আর খাবার সংকটে লোকালয়ে আসে এসব প্রানী,তবে এগুলো কোন শ্রেণি প্রানী তা আমরা নিশ্চিত নই। মেডিকেল অফিসার,সদর হাসপাতাল,লালমনিরহাট মাহফুজুল হোসাইন জানান, প্রাথমিক চিকিৎসা হিসেবে আমার তাদেরকে ৪৮ ঘন্টায় প্রথম জলাতঙ্কের টিকা দিয়েছি।বর্তমা ন সকলে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে সময় মত এসে পরবর্তী টিকা গুলো নিবেন।
বার্তাবাজার/এসএইচ