প্রতিবছরই স্কলারশিপ বা বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে বিশ্বের উন্নত দেশগুলো। বিভিন্ন দেশ সুযোগ দিলেও এর মধ্যে শিক্ষার্থীদের আগ্রহে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। এবার বাংলাদেশি শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিলো দেশটি।
সম্প্রতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন’ স্কলারশিপ প্রোগ্রামের ১০ম ধাপে অন্তর্ভুক্ত করেছে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়। এতে আসন্ন সেশন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য যোগ্য হবেন।বুধবার (২২ জানুয়ারি) ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক বার্তায় নিশ্চিত করা হয়েছে বিষয়টি। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক বার্তায় দূতাবাস থেকে জানানো হয়, ‘ইতালি সম্প্রতি ‘Invest your Talent in Italy’ বৃত্তি কর্মসূচির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দশম সংস্করণে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।’এতে বলা হয়েছে, ‘আসন্ন সেশন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তি কর্মসূচিতে আবেদন করার সুযোগ পাবেন।
নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবেন এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে সম্পর্কিত একটি ইতালীয় কোম্পানিতে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে পারেন।’দূতাবাস আরও জানিয়েছে, ‘বাংলাদেশি শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজি, অর্থনীতি-ব্যবস্থাপনা এবং স্থাপত্য-নকশা এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করতে পারবেন।’আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পরিদর্শন করতে পারেন এই ওয়েবসাইট: https://investyourtalentapplication.esteri.it/SitoIYT/EN/invest-your-talent-in-italy
বার্তাবাজার/এসএইচ