ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি ) আখাউড়ায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন,উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের মো: সামছুল হকের ছেলে মোঃ সেলিম মিয়া এবং একই এলাকার মো: ধন মিয়ার ছেলে মো: টিটু মিয়া। পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় হয় , গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: ফজলু মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান,পৃথক অভিযান পরিচালনা করে দু’জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৭ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আইন অমান্যকারি অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

বার্তাবাজার/এসএইচ