রাজধানীর আগারগাঁও এলাকায় আজ দুপুর ২:৩০টায় ছাত্র আন্দোলনের সময় অর্থ জোগানদাতা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রুয়েট শাখার সাবেক নেতা রক্তিম শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এলাকাবাসীর সহযোগিতায় তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, রক্তিম শর্মা নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে ছাত্র আন্দোলনের সময় আসাদগেট এলাকায় সংঘটিত ছাত্র হত্যার জন্য অর্থ জোগান দিয়ে আসছিল। এই ঘটনায় ৫ আগস্টের পর থেকেই তাকে খুঁজছিল ছাত্ররা।
রক্তিম শর্মা সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সিন্ডিকেটের একজন সদস্য হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, যেমন ১২ আইটি প্রকল্প, ৮ আইটি প্রকল্প, শিফট প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টসহ আরও অনেক প্রকল্পে দলীয় প্রভাব খাটিয়ে কাজ আদায় করতেন।
সে জুনাইদ আহমেদ পলকের শিক্ষকের ছেলে নরোত্তম পাল ও আইসিটি মন্ত্রনালয়ের দালাল স্বেচ্ছাসেবক লীগের পলাতক নেতা মাসরুল আলম মিলনের সহযোগী।
তথ্যসূত্র মতে, এই চক্রে যুক্ত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশ্রয়ে থাকা ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে তারা আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে অনিয়ম ও কারসাজির মাধ্যমে কাজ বাগিয়ে নিতেন।
রক্তিম শর্মার গ্রেপ্তার নিয়ে এলাকাবাসী ও ছাত্ররা সন্তোষ প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।