“এসো দেশ বদলাই” পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিব আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,এ এইচ এম.শাহরিয়ার রাসুল,পল্লী উন্নয়ন কর্মকর্তা,মোঃ ফয়সল আলম,প্রাণি সম্পদ কর্মকর্তা নুরজাহান বেগম প্রমুখ। উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ। সভায় বক্তারা বলেন, দেশে তারুণ্যের শক্তি অপার সম্ভাবনাময়। এই শক্তিকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা গেলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার এ ব্যাপারে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে।
বার্তাবাজার/এসএইচ